গতকাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে চলচ্চিত্র কিংবদন্তী সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরির নিবাস ভেঙ্গে ফেলার খবর পাওয়া যাচ্ছে। এসব নিউজের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন, এবং ভারতীয় সরকারের পক্ষ থেকে ভেঙ্গে ফেলা বাড়ির সংস্কারে সহায়তা করার খবরও পাওয়া যাচ্ছে।
তবে The Dacca টিমের অনুসন্ধানে ভিন্ন তথ্য পাওয়া গেছে। যে বাড়িটিকে সত্যজিৎ রায়ের বাড়ি হিসাবে দাবি করা হচ্ছে, সেটি প্রকৃতপক্ষে স্থানীয় 'শশী লজ' এর জন্য বানানো বিদ্যুতকেন্দ্রের কর্মচারীদের জন্য বানানো হয়েছিল। বিদ্যুতকেন্দ্রের কর্মচারীরা থাকতেন বিধায় এ বাড়িটি 'বাতিকল' নামেও পরিচিত। এর সাথে উপেন্দ্রকিশোর রায়চৌধুরি বা সত্যজিৎ রায়ের পৈত্রিক ভিটার কোন সম্পর্ক নেই।
১৯৮৯ সালে এই বাড়িটি সরকারিভাবে শিশু একাডেমির জন্য বরাদ্দ করা হয় এবং ২০০৭ সাল পর্যন্ত শিশু একাডেমি হিসাবেই ব্যবহৃত হয়। বর্তমানে এই বাড়িটি কেউ ব্যবহার করে না এবং দীর্ঘ সময় অব্যবহৃত থাকার ফলে এটি সংস্কারের অনুপযোগী হওয়ায় সরকারের পক্ষ থেকে বাড়িটি ভেঙ্গে শিশু একাডেমির নতুন ভবন বানানোর কার্যক্রম শুরু করা হয়।
ময়মনসিংহে রায় পরিবারের প্রকৃত আবাসের অবস্থান কোথায়, এ ব্যাপারে The Dacca টিম জানতে পারে নি। তবে স্থানীয়দের মতে সত্যজিৎ রায়ের প্রকৃত পৈত্রিক ভিটা যেখানে হতে পারে সেটি অনেক আগেই ভেঙ্গে ফেলা হয়েছে এবং সেখানে বহুতল ভবন নির্মিত হয়েছে।
Satyajit Ray's Family Home was not Demolished
