সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?’ শিরোনামে একটি সংবাদ ছড়িয়ে পরেছে। বিভিন্নজনের পোস্টে দাবি করা হচ্ছে চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর সীমান্তে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থান দখল করে নিয়েছে।

এবিষয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি হলে The Dacca এবিষয়ে অনুসন্ধান শুরু করে। সংশ্লিষ্ট সংবাদের উৎস খুঁজতে গিয়ে আমরা পাই Global Governance News নামে একটি ইন্ডিয়া বেইজড ভুঁইফোড় অনলাইন পোর্টালে "India Reportedly Expands Control by 60 km into “Chicken’s Neck” Corridor" শিরোনামে ৩১ অক্টোবর ২০২৫ তারিখে সর্বপ্রথম একটি সংবাদ প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয় ইন্ডিয়া তাদের শিলিগুড়ি করিডোরে দূর্বলতা কাটাতে বাংলাদেশের ৬০ কিলোমিটার অংশে ঘাঁটি স্থাপন করে ভূখণ্ড দখল করে নিয়েছে। কিন্তু পুরো সংবাদে কোনো বিশ্বাসযোগ্য সোর্সের উল্লেখ পাওয়া যায় না।

পরবর্তীতে ৬ নভেম্বরে "NEWS বর্তমান" নামে ইন্ডিয়ার আরও একটি নামসর্বস্ব ভুঁইফোড় বাংলা নিউজ পোর্টাল "ভারতের দখলে বাংলাদেশের ভূখন্ড? কি হচ্ছে চিকেন নেকে?" শিরোনামে একই ধরণের সংবাদ প্রকাশ করে। দেখা যায় যে প্রতিবেদক 'সুশান্ত খান' নিয়মিতই চটকদার ভুয়া সংবাদ প্রকাশ করে থাকেন।

তবে The Dacca অনুসন্ধানে দেখতে পায় মূলত একইদিন ৬ নভেম্বরে Abul Hasnat Milton নামে ইউটিউব চ্যানেলের "লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?" শিরোনামে একটি ভিডিও প্রকাশের পরই সংবাদটি সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে ডা. আবুল হায়াৎ মিল্টন দাবি করেন ইন্ডিয়া ক্রমাগত লালমনিরহাটের ভূমি দখল করছে এবং বিজিবি সরকারের নির্দেশনা না পেয়ে বিনা প্রতিরোধে পিছু হটতেছে। কিন্তু তিনিও তার দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেন নি।।

উল্লেখ্য, ডা. আবুল হাসনাত মিল্টন একজন অস্ট্রেলিয়া প্রবাসী ও আওয়ামী লীগ সমর্থক। এবং তিনি বর্তমান বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিয়মিতই নানা ভিত্তিহীন মিথ্যা ভিডিও প্রচার করে থাকেন।

সুতরাং The Dacca এর অনুসন্ধানে দেখা যায় যে ইন্ডিয়ার বাংলাদেশের ৬০ কিলোমিটার দখলের যে সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে ও জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে তার কোনো ভিত্তি নেই। বরং কিছু ভুঁইফোঁড় ও গুজব প্রচারকারী মাধ্যমের প্রচারণা। আমারদের The Dacca টিমের লালমনিরহাটের একজন প্রতিনিধিও উক্ত সংবাদটি ভুয়া বলে নিশ্চিত করেছেন ও সেখানে সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ ৬ নভেম্বর তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে “লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?” শিরোনামের সংবাদকে একটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও রাষ্ট্রবিরোধী গুজব বলে বিবৃতি প্রদান করে। বিজিবি নিশ্চিত করেছে বাংলাদেশের ভূখন্ড সম্পূর্ণ নিরাপদ, অক্ষত ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা জনগনকে নির্ভয় ও গুজব থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।

Tagged in:

Factcheck

Last Update: November 08, 2025